কলারোয়ায় ৬শ’ কেজি অপরিপক্ক আম জব্দ


 কলারোয়ায় ৬০০ কেজি অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। এরমধ্যে হিমসাগর ৫৪০ কেজি ও গোবিন্দভোগ ৬০ কেজি। রোববার দুপুরে উপজেলার পাঁচনল গ্রামে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বাজারজাতকরণের জন্য সংগ্রহ করা এই অপরিপক্ক আম জব্দ করেন। পরে ওই আমগুলো কলারোয়ার যুগিখালি ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এনে বিনষ্ট করা হয় । অপরিপক্ক এই আম উপজেলার বেলতলা বাজারে বাজারজাতকরণের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিলো । কৃষি অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংঘের তারিখ ১২ মে। অপরদিকে হিমসাগর ২৫ মে, ল্যাংড়া পহেলা জুন ও আম্রপালি ১৫ জুন সংগ্রহ করার কথা। আম বিনষ্টকরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিপুল সংখ্যক উৎসুক জনতা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024