◾ বিনোদন ডেস্ক


বর্তমান সময়ে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শায়লা সাথী ।যিনি তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন । তার একটি জনয়প্রিয় নাটক “পাগলী তোর পাগলা হতে চাই” । যে নাটক দেখে সবার চোখে পানি চলে এসেছে । এবং দর্শক প্রশংসায় ভাসছে নাটকটি ।



মাত্র একদিনে ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে “পাগলী তোর পাগলা হতে চাই” নাটকটি । এই নাটকে জুটি বেধে অভিনয় করেছেন সিয়াম মৃধা ও শায়লা সাথী । নাটকটি পরিচালনা করেছেন মামুন অর রশীদ । প্রযোজনা করেছেন সাথে prank king production ।


নাটকটিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,সিয়াম মৃধা শায়লা সাথীসহ আরো অনেকে ।


নাটকটি নিয়ে অভিনেত্রী শায়লা সাথী বলেন,সিয়ামের সাথে prank king production থেকে এটাই আমার প্রথম কাজ । নতুন জুটি হিসেবে আপনাদের এই রেসপন্স পেয়ে সত্যি ভালো লাগছে । অনেক ধন্যবাদ আপনাদের । নাটকটি পরিচালনা করেছে মামুন অর রশিদ বিশেষ কৃতজ্ঞতা সজীব উদ্দিন ভাইয়ার প্রতি এবং সিয়াম মৃধা কে অভিনন্দন । আর আমাকে আমার কাজকে সাপোর্ট করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি । আপনাদের দোয়া এবং ভালোবাসায় সিক্ত থাকতে চাই

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024