'মননে শিক্ষা অন্তরে বাংলাদেশ 'এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে পিএসসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 


বন্ধন সমাজ কল্যান সংঘের আয়োজনে রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বীরবেত্গৈর ইউনিয়নের বীর কামট খালী জে, বি উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বন্ধন সমাজ কল্যান সংঘের সভাপতি নাজমুল হাসান বাপ্পির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বন্ধন সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক মো.নাহিদ হাসান,যুগ্ম সম্পাদক মোবাশ্বির হোসেন,প্রচার সম্পাদক নাইম হাসান, উপ প্রচার সম্পাদক আরেফিন, কোষাধ্যক্ষ সাইকুল ইসলাম খান,সদস্য  আসাদুল ইসলাম, আল মামুন,উপদেষ্টা মো. হিমেল খান,উৎপল সাকির,তূর্যয় হাসান মামুন এবং জে,পি জহিরুল হক।


সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধন সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক মো.নাহিদ হাসান,উপদেষ্টা মো.হিমেল খান, উৎপল সাকির,তূর্যয় হাসান মামুন,কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং নাজমুন নাহার বেলি।  সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024