|
Date: 2023-04-23 23:31:14 |
বিধবা নারী জোৎসনাকে লাখপতি বানালেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগ
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক এবার তৃতীয় লাখপতি হলেন উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের বিধবা নারী জোৎসনা বেগম।
শনিবার রাতে সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হারুনের দক্ষিন মানিকপুর গ্রামস্থ সৈয়দ হারুন মঞ্জিলে সংগঠনের আহবায়ক তারেক আজিজের সভাপতিত্বে সদস্য সচিব ফরহাদ হোসেন দূর্যয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত লাখপতি নির্বাচন ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঊন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হারুন, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সৈয়দা শারমিন, সেনবাগ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাষ্ঠার আবদুস সাত্তার,অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সমাজসেবক আবু ইউসুফ মজুমদার, ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম অশ্রæ, মোঃ আলমগীর সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য ২০১৯ সালে সৈয়দ হারুন ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকার পিছিয়ে পড়া লোকজনের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া,অসহায়দের সহযোগীতা করা। এরপর ২০২২ সাল থেকে বছরে নুন্যতম ২জনকে লাখপতি বানানোর প্রজেক্ট গ্রহণ করা হয়। এরপর সংগঠনের সদস্যদের দিয়ে এলাকার অসহায় ও গরীবদের তালিকা তৈয়ারী করে লটারীর মাধ্যমে লাখপতি নির্বাচন করে তাদেরকে সাবলম্ভী করার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার লটারীর মাধ্যমে তৃতীয় লাখপতি নিবাচিত হন সেনবাগ উপজেলা ৫নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের বিধবা নারী জোৎসনা বেগম।
© Deshchitro 2024