|
Date: 2023-04-24 00:38:06 |
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রাম বাড়ির সংলগ্নপুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ২৩ এপ্রিল দুপুর অনুমান ২ ঘটিকায় নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শংকরাদহ গ্রামের আব্দুল হালিমের বাড়ীর দুবাই প্রবাসী আক্তার শাহ এর মেয়ে রৌজা (৭), দুবাই প্রবাসী শাহানুর শাহ এর ছেলে শামী (৫) তাদের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানি ডুবে যায়।
পরবর্তীতে তাদের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুকুর হতে তুলে ভিকটিমদ্বয়কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024