বগুড়ার  সারিয়াকান্দিতে পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থা (পিএসইউএস) এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ০৩দিন ব্যাপী বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় পিএসইউএস এর কার্যালয়ে সারিয়াকান্দি কলেজের সাবেক প্রদর্শক বাদশা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মতিউর রহমান মতি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আসগর প্রমুখ। উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিন ইসলাম নয়ন।
এসময় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,  সারিয়াকান্দি এর শিক্ষার্থীসহ মোট ১০০ জন সাধারণ মানুষের মাঝে একটি আম ও একটি পেয়ারা চারা বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024