বেনাপোলে হেলে পড়েছে ৫ তলা ভবন,ঝুঁকিপূর্ন হওয়ায় দ্রুত অপসারণের দাবী স্থানীয়দের


 বেনাপোল বাজারে ৫ তলা একটি  ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ভবন হেলে পড়ায় ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ঝুঁকিপূর্ণ ভবনটি অতিদ্রুত অপসারণ করতে বেনাপোল পৌরসভায় লিখিত ভাবে আবেদন জানিয়েছেন ভবনের আশেপাশে বসবাসকারী ও স্থানীয়রা। 


সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, ১৯৯৬ সালে মৃত আলহাজ্ব হাজী আব্দুল গণি ভবনটি নির্মান করেন।  মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে উক্ত ভবনটিতে তাহার সন্তানরা বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি মাথা হেলে পড়েছে।


দৃশ্যমান এসব চিত্র দেখেই বুঝা যায় ভবনটি যে কোন মুহূর্তে হেলে পড়তে পারে বা ধ্বসে পড়তে পারে। বিষয়টি ভবনের মালিক পক্ষ তেমন ভাবে আমলে না নিলেও জীবনের ঝুঁকি থাকায় ভবন টি অপসারণ করতে পৌরসভার দারস্থ হন স্থানীয়রা।


স্থানীয়রা জানান, ভবনটি হেলে পড়া সহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে ভেঙে পড়ে অনেকের প্রাণহানী ঘটতে পারে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিদ্রুত এটা অপসারণ করা দরকার। তা না হলে অনেক জান মালের ক্ষতি হতে পারে। 


মৃত আলহাজ্ব হাজী আব্দুল গণির ছেলে  আমিনুর রহমান বলেন, অনেকে বলছে ভবনটি ঝুঁকিপূর্ণ কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। পৌরসভা থেকে কোন নোটিশ এখনো পাইনি। তবে কর্তৃপক্ষ যদি মনে করে ভবনটি ঝুঁকিপূর্ণ এবং যদি আইনি নোটিশ দেন তাহলে আমরা এটি অপসারণ করার জন্য চেষ্টা করবো। 


বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ওই ভবনের আশে পাশের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ দাবী করে এলাকাবাসীর সমন্বয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছি। ভবনটি হেলে গিয়ে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরে চরম ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। 


আমরা ভবনে বসবাসকারী সকলকে ভবনটি খালি করার পাশাপাশি দ্রুত  অপসারণ করার জন্য পরামর্শ প্রদান করেছি। ভবনটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এটি দ্রুত অপসারণ করা না হলে ভবনের লোকজন সহ স্থানীয়দের জীবনের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে ভবন মালিক কে একটি চুড়ান্ত নোটিশ প্রদান করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024