চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার উদয়ন মোড় এলাকায় সাবেক যুবলীগ নেতা এবং শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনায় থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আরোও ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ মিলন ২। নিতাই চৌধুরী ৩। সাজু ইসলাম ৪। মোঃ রানা ওরফে ছোট রানা এবং ৫। মোঃ নুর আলম।


প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


পরবর্তীতে সোমবার (২৪ শে এপ্রিল) রাত ১১.৩০ দিকে ধৃত আসামীদের দেখানো ও তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রেলবাজার গ্রাম থেকে উদ্ধার করা হয়। 


প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে সর্বমোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


উল্লেখ্য যে, গত ১৯ শে এপ্রিল ইফতারের পূর্ব মুহুর্তে ইফতার কিনার সময় সন্ত্রাসীদের হামলায় আহত হলে জেমকে ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে দায়িত্বরত চিকিৎসক খাইরুল ইসলাম জেমকে মৃত ঘোষনা করেন। এরপর নিহত সাবেক কাউন্সিলর জেমের ভাই মনিরুল বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024