|
Date: 2023-04-27 00:15:03 |
টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীর সাথে অভিমান করে আলমগীর হোসেন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ২৬ এপ্রিল বুধবার বিকেলে মধুপুর থানা পুলিশ মৃতের নিজ দাদির ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করেছে। আতœহননকারী আলমগীর মধুপুর উপজেলার আকাশী গ্রামের আবু হানিফের ছেলে।
পারিবারিক কলহে স্ত্রীর সাথে আলমগীরের বেশ কিছু দিন যাবৎ অভিমান চলছিল বলে স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে।
মধুপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বেশর আলী ফকির আলমগীরের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে তার শ্বশুর বাড়ীর লোকজন তাকে মারধর করেছে বলে জানতে পেরেছি। হয়তো এই লজ্জায় সে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা।
এ ব্যাপারে মধুপুর থানার (ওসি) মাজহারুল আমিন জানান, পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024