|
Date: 2022-08-29 12:12:59 |
যশোর জেলার চৌগাছা উপজেলার সাঞ্চা ডাঙ্গা গ্রামের ব্রিটেন প্রবাসী লন্ডন মহানগর বি এন পির অন্যতম সদস্য মোঃ নাসির উদ্দিনের বাংলাদেশের গ্রামের বাড়িতে ভাংচুর ও হামলা হয়েছে। লন্ডনে বসে রাজনীতি করা ও বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করায় গত ২৬ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় আওমীলীগের নেতা মোঃ মাসুদ এর নেতৃত্বে ছাত্রলীগের সশস্র কর্মীরা নাসির উদ্দিন এর পরিবারের উপরে এই হামলা করে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করে আর দেশে গেলে নাসির উদ্দিন কে হত্যা করার হুমকি দেয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে হামলাকারীরা নাসির উদ্দিন এর বাবা মাকে ধাক্কা দিয়ে উঠানে ফেলে দেয়। এতে তার মা আহত হন। এই সময় দেশীয় অস্ত্র উঁচিয়ে চিৎকার করতে করতে হামলাকারীরা নাসির উদ্দিনের বাবা মা কে বলতে থাকে " তোর ছেলে দেশে আসলে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব।"
মোঃ নাসির উদ্দিন
জনাব নাসির উদ্দিন বাংলাদেশে বি এন পির অঙ্গ সংগঠন ছাত্র দলের একজন সক্রিয় নেতা ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি বাড়ি থেকে পালিয়ে বেড়ান এবং একসময় প্রাণ ভয়ে দেশ ছাড়েন। লন্ডনে এসে আবার তিনি বি এন পি (জাতীয়তাবাদী) রাজনীতিতে সক্রিয় হন। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা ও প্রতিবাদ করায় এবং এই খবর বাংলাদেশে স্থানীয় আওমীলীগ নেতাদের কানে পৌঁছালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই হামলায় ছাত্রলীগের কুদ্দুস , মোখলেস, হাফিজ, বিপ্লব, রহিম ও সম্রাট অংশ নেয়।
এছাড়াও উল্লেখ্য যে, বাংলাদেশে অবস্থান কালীন ২০০৯ সালের দিকে আওমীলীগের সন্ত্রাসী বাহিনী তার উপরে নির্মম হামলা করে। সে সময় তাকে দড়াটানা হাসপাতালে ভর্তি করানো হয়। ২০০৭ সালেও সে আর একবার হামলার শিকার হয়।
© Deshchitro 2024