|
Date: 2022-08-29 13:07:36 |
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা'র সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে নিত্য প্রয়োজনীয় আইন, ভূমি ব্যবস্থাপনা, সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বা গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সুশাসন প্রক্রিয়া অনুসরণ ও করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ৯টায় অনুষ্ঠিত একদিনের এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হাফিজ-আল-আসাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
কর্মশালার শুরুতে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বর্তমান সরকারের ১০টি বিশেষ উদ্যোগ- একটি বাড়ি একটি খামার (বর্তমানে আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা প্রকল্পগুলোর ধারণা দেন এবং এ লক্ষ্যে উপজেলার কার্যক্রম অবহিত করেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ বর্তমান ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক ও মোবাইল কোর্ট সম্পর্কিত, উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় মৎস্য সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি এবং থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান আইন শৃঙ্খলা বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি ও এনজিও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024