|
Date: 2022-08-29 13:24:19 |
◾ নিউজ ডেস্ক
ডিজেল, পেট্রল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সিদ্ধান্ত আজ-কালের মধ্যেই হতে পারে।
সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, শুল্ক কমানোর পাশাপাশি কর তুলে নেওয়ায় জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে সুবিধা হবে বলে আশা করছি।
রবিবার ডিজেল আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানোর পাশাপাশি সব ধরনের অগ্রিম কর তুলে নেওয়ার প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেলে সব মিলিয়ে প্রায় ১১ দশমিক ২৫ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ২২ দশমিক ৭৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি তেল আমদানির প্রায় ৭০ শতাংশই ডিজেল। এখনও তেল বিক্রিতে লোকসানের কথা তুলে ধরে তিনি বলেন, তেলের বাজার আবার বেড়ে গেছে। প্রতি ব্যারেল ১৫০ ডলারের ঊর্ধ্বে চলে গেছে, যেটা ১৩০ ছিল কিছুদিন আগে। এ অবস্থায় আমরা কতটুকু মূল্য সমন্বয় করতে পারব! কারণ এখানে ভর্তুকির একটা বড় অংশ যোগ হবে আবার।
© Deshchitro 2024