|
Date: 2023-04-27 19:38:02 |
ঈশ্বরগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল রোডের ধামদী এলাকায় মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাফির উদ্দিন আহম্মদ, ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য শরীফুজ্জামান আকন্দ রানার সঞ্চালনায় ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ , সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ দপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এইচএম সারোয়ার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সামী উসমান গণী প্রমুখ।
© Deshchitro 2024