এক টুকরো অন্ধকার আশ্রয়, অন্ধকার, বড় ঘুটঘুটে অন্ধকার, 

তবু গা ছমছমে ভাব নেই,

আছে পরম নির্ভরতায় বেড়ে ওঠার রোজনামচা,

নাম তার মাতৃ জঠর। 


কান্না আর বোবা চাহনি যখন একমাত্র সম্বল,

এপাশ ফিরে শোবার ক্ষমতাও ক্ষীণ,

দু'হাতের কোমল স্পর্শই তখন একমাত্র ভরসা,

একটি বুকই তখন পরম নিশ্চিন্তের,

সে মানুষটি মা, শুধুই মা।


গুটিগুটি পায়ে বেড়ে ওঠা, কতশত বাধাবিপত্তি আর যন্ত্রণা, 

পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা কষ্টের ভীড়ে

জীবন যখন শুধুই যাতনাময়,

শত সহস্র কোটি অচেনার মাঝে

চেনা মুখটিই হল মা।


জীবন যুদ্ধে বারংবার হেরে যাওয়া সৈনিক, 

পরাজিত দেহের ভারে নুয়ে পড়া দেহটা যখন

মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে দ্বিধান্বিত, 

জটিলতায় ঘেরা দুঃসময়ের জাল ছিন্ন করে

দেবদূতের মত হাজির হন যিনি, তিনি মা।


হাসির মাঝে কষ্ট লুকাতে লুকাতে যখন দক্ষ অভিনেতা,

আয়নার সম্মুখে নিজের রূপ বড়ই অচেনা,

প্রকৃতির মাঝে বহুরূপী মুখোশ পরা অতৃপ্ত আত্মা, 

যার আঁচল খুঁজে গুমরে কেঁদে মরে,

সে তো তুমিই, মা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023