সাতক্ষীরায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে আব্দুল্লাহ মিস্ত্রী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বিহারীনগর গ্রামের মৃত. ওয়াহেদ মিস্ত্রীর ছেলে।

ঝাউডাঙ্গা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে ঝড় শুরু হয় এরপর বৃষ্টি। এ সময় বাড়ির পার্শ্ববর্তী মাঠে ধান তুলছিলেন কৃষক আব্দুল্লাহ। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মাঠে ধান উঠানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তিনি একজন কৃষক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024