সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সালিসি ব্যাক্তিত্ব মোঃ আতাউর রহমান আলতাব মনোনয়নপত্র দাখিল করেছেন। 

আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিলকালে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলা পদ্ধতি চালু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। 

তিনি ৯ বছরের শাসনামলে উপজেলা পদ্ধতির মাধ্যমে গ্রাম-গঞ্জের যে উন্নয়ন করেছেন তা আর কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি।

মানুষ পরিবর্তন চায় তাই উপ-নির্বাচনে এ উপজেলার জনগন লাঙ্গলকেই বেঁচে নিবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

এ সময় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আকলিছ আলী, জাপা নেতা আবুল খায়ের সহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024