|
Date: 2023-04-27 22:43:44 |
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ১২ দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এর আগে গত রোববার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৫০) বানীনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোরবার ঈদের দ্বিতীয় দিন উপজেলার কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের টিনের ঘরের উপর একটি বাঁশ পরে।
সেই বাঁশটি আব্দুর রাজ্জাক কাটার সময় বাঁশঝাড়ের মালিক প্রতিবেশী মঞ্জু মিয়া গং এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ দিকে তিনি মারা যান।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাহির তাহু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাকিনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দুই পক্ষের মারামারিতে একজন গুরুতর আহত হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে আনা হবে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মারামারি ও হত্যা মামলা হয়েছে।আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য আমাদের চেষ্ঠা অব্যাহত রয়েছে
© Deshchitro 2024