শেরপুর জেলার ঝিনাইগাতীতে জনস্বার্থে প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এবিএম সিদ্দিক নামে এক ব্যক্তি ঝিনাইগাতী বাজারের ব্রীজপাড় এলাকায় অবৈধভাবে সরকারী খাস জমি দখল করে রেখেছিল। বিগত ২ বছর যাবৎ তাকে লিখিত ও মৌখিক নোটিশ দেওয়া সত্ত্বেও অবৈধ দখলে থাকা জমি থেকে ঘর সরিয়ে নেয়নি। এরই প্রেক্ষিতে ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি অভিযানিক দল অবৈধ দখলদারের কাছ থেকে সরকারী খাস জমি উদ্ধার করেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর জানান, বাদে চল্লিশ কাহনীয়া মৌজায় ১নং খাস খতিয়ানের ১৩৪৫ নং দাগের মোট ৩০ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদার ভোগ দখল করে আসছিল। স্থানীয় জনসাধারণ, ভূমি উপ সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকারের অনুকূলে জায়গাটির দখল গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। তিনি আরো জানান, জমিটুকু উদ্ধারের মাধ্যমে ঝিনাইগাতী বাজারে আকস্মিক অগ্নিকাণ্ড সংঘঠিত হলে জরুরী ভিত্তিতে মহারশী নদী হতে ফায়ার সার্ভিসের সদস্যদের পানি সরবরাহ করা সম্ভব হবে। এছাড়াও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দূর-দূরান্ত থেকে গরু বিক্রির উদ্দেশ্যে গাড়ী নিয়ে ঝিনাইগাতী বাজারে আসা গাড়ীগুলো এই স্থানে পার্কিং এর ব্যবস্থা হবে। সেই সাথে যানজট অনেকাংশে হ্রাস পাবে। উদ্ধারকৃত জমিতে সহকারী কমিশনার ২-৩ টি গাছের চারা রোপন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023