|
Date: 2023-04-28 16:05:52 |
◾ ইমন হাওলাদার : মানুষ সামাজিক জীব। সমাজের চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে বেড়ে উঠাই মানব সমাজের ধর্ম। আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের সমাজ ব্যবস্থায় তিনটি শ্রেনী বিদ্যমান। যর্থা:-১.ধনী ২.মধ্যবিত্ত ৩.গরীব। গরীব শ্রেনী কে আবার ২ ভাগে বিভক্ত হতে দেখা যায়। যেমন:-১.দরিদ্র ২.হতদরিদ্র।
দরিদ্র বলতে আমরা বুঝি যারা অর্থনৈতিক ভাবে সাবলম্বী না হলেও অন্যের সাহায্য ছাড়া দিন পরিচালনা করতে পারে।আর হতদরিদ্র হচ্ছে যারা পা ফেলতেও অন্যের সাহায্যের প্রয়োজন হয়। ইসলাম ধর্মে ধনীর জন্য যাকাত কে ফরজ করা হয়েছে। নিসাব পরিমাণ অর্থ যদি একবছর কোনো ব্যক্তির কাছে সঞ্চিত থাকে তবে তার জন্য যাকাত প্রদান করা ফরজ হয়ে যায়।
যার ফলে গরীব, হতদরিদ্র কিছুটা হলেও উপকৃত হবেন। কিছু লোক আছে যাকাত প্রদান করে ঠিক কিন্তু তা পরিনত হয় লোক দেখানোর জন্য। মানুষ আমাকে ভালো বলবে,সম্মান করবে, গুণগান করবে।
এই ধরনের মানসিকতা নিয়ে যাকাত প্রদান করলে তা ইহকালে ফলপ্রসূ হলেও আখিরাতে তা কোনো রকম উপকারে আসবে না।আমরা যারা গরীব, হতদরিদ্র শ্রেনীকে যাকাত প্রদান করে থাকি। তারা এই পরিমাণ যাকাত প্রদান করব যাতে আমার দেওয়া অর্থ বা পন্য-সামগ্রী পেয়ে অন্য কোনো ব্যক্তির দারগ্রস্থ না হতে হয় সামনে থাকা ঈদুল ফিতর বা ঈদুল আযহা পালনে। ১০ জনকে না দিয়ে ৩ জনকে প্রদান করি। আমরা অনেকেই গরীব, হতদরিদ্র দের যাকাত প্রদান করে, প্রদানকৃত অর্থ বা পন্য-সামগ্রী সহ তাদের ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার করি।যার ফলে তারা হীনমন্যতায় ভোগে। লোক দেখানো ইবাদাত থেকে বিরত থাকি। আল্লাহ তায়ালা কুরআন মাজিদ বলেছেন "তোমরা যখন দান-খয়রাত করবে এমন ভাবে করবে যাতে ডান হাত দিয়ে প্রদান করলে বা হাত জানতে না পারে"।
তাই আসুন আমরা সকলে লোক দেখানো ইবাদাত পরিহার করি। গরিব,হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করি।
লেখক: ইমন হাওলাদার
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
© Deshchitro 2024