বুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

'বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার  কয়রা উপজেলায় উপজেলা ও  চৌকি লিগ্যাল এইড কমিটি, কয়রার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও চৌকি লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৮ টায় কয়রা আদালত চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও চৌকি লিগ্যাল এইড কমিটি সভাপতি  মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গরীব দুঃখী অসহায় মানুষের আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে গড়া বাংলাদেশ লিগ্যাল এইডের কার্যক্রমকে আরো বেগবান করতে আইনজীবীদের পাশাপাশি সকল জনপ্রতিনিধি সহ সকলকে এগিয়ে এসে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন করতে হবে। তিনি আরো বলেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সকলস্তরে এই কার্যক্রমকে পৌঁছাতে লিগ্যাল এইড কমিটি কাজ করে যাবে।


বিশেষ অতিথি হিসেবে কয়রা আইনজীবী ইউনিটবারের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড. কমলেশ কুমার সানা  বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে আইনজীবী সহ সকলে সর্বোচ্চ চেষ্টা ও সহায়তা প্রদানের অঙ্গীকার করেন।


বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কয়রা আইনজীবী ইউনিটবারের সাধারন সম্পাদক এড. এসএম আব্দুর রাজ্জাক, এড. শেখ মোশাররফ হোসেন, এড. গোলাম মোস্তফা, কয়রা থানা ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী প্রমূখ। 


আলোচনা সভায় সমাপনী ও সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী জজ মোঃ রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন গড়া এই সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লিগ্যাল এইড কার্যক্রমকে সর্বস্তরের মানুষের মাঝে জানাতে ও এই কার্যক্রমকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023