|
Date: 2022-08-29 16:15:34 |
◾ নিউজ ডেস্ক
শীর্ষ ঋণ খেলাপির কাছ থেকে টাকা আদায়ে অবহেলা করায় বেসরকারি খাতের প্রাইম ব্যাংককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
মােহাম্মদ আলী নামের ওই গ্রাহকের কাছে প্রাইম ব্যাংকের পাওনা ১০০ কোটি টাকার বেশি। এই টাকা আদায়ে অবহেলা ও বন্ধকি সম্পত্তি দখলের দিন মামলার বাদী ব্যাংকের প্রতিনিধি উপস্থিত না থাকাকে চরম অন্যায় বলে অভিহিত করেছেন আদালত।
২০১২ সালে খেলাপি আদায়ের জন্য মামলা করে প্রাইম ব্যাংকের জুবিলি রোড শাখা। ঋণ পরিশোধ না করায় প্রক্রিয়াটি জারি মামলা পর্যন্ত গড়ায়। তারপরও টাকা ফেরত দেয়নি গ্রাহক। এরপর বন্ধকি সম্পত্তি নিলামে উঠানো হয়। কিন্তু গ্রাহকের অভাবে সেই সম্পত্তি বিক্রি করা সম্ভব হয়নি।
© Deshchitro 2024