|
Date: 2023-04-29 09:05:04 |
যশোরের অভয়নগরে ব্লাড ডোনার ক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন এ অফিসের উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।
একজন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে হাজারো মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন-অভয়নগর ব্লাড ডোনার ক্লাব একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। অভয়নগর ব্লাড ডোনার ক্লাব ২০১৯ সাল থেকে অসহায় মুমূর্ষু রুগীকে রক্ত ও ঔষধ সহ ফ্রী এম্বুলেন্স সেবা দিয়ে আসছেন। এছাড়াও করোনা,বন্যা (আন্ধা,বলারাবাদ,)
এলাকায় খাবার বিতরণ সহ নানারকম সমাজ সেবা কাজ করেছে। ডোনার ক্লাবের নির্দিষ্ট কোন অফিস না থাকায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছিলো। যে কারনে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদুজ্জামান সেলিম,এম এ আব্দুল গফুর, মো: এস এ কালাম,ফিরোজ খান খোকন,রিদয় শিকদার, ইমন হোসেন বিজয় সহ ডোনার ক্লাবের অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
© Deshchitro 2024