৫ উইকেটে ২৫৭, আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড লখনৌ সুপার জায়ান্টসের। বোঝাই যাচ্ছিল, এই ম্যাচ জেতা প্রায় অসম্ভবই হবে পাঞ্জাব কিংসের জন্য। সেটা হলোও। ২০০ টপকেও বড় হারই দেখতে হলো শিখর ধাওয়ানের দলকে।


শুক্রবার রাতে ঘরের মাঠের পাঞ্জাব কিংসকে ৫৬ রানে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তাতে নেট রানরেটে অভাবনীয় উন্নতি করে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসকে টপকে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।


লক্ষ্ণৌকে বিশাল এই পুঁজি এনে দেওয়ার পথে ৪ ছক্কা ও ৭ চারে ২৪ বলে ৫৪ রান করেন মেয়ার্স। তিনে নেমে ২৪ বলে ৪৩ রান করতে বাদোনি মারেন তিনটি করে ছক্কা-চার। 


অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টয়নিস খেলেন ৫ ছক্কা ও ৬ চারে ৪০ বলে ৭২ রানের বিস্ফোরক ইনিংস। খুনে ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৭ চারে ১৯ বলে ৪৫ রান করেন পুরান। 


এমন কিছুর আভাস অবশ্য লক্ষ্ণৌর ইনিংসের শুরুতে ছিল না। প্রথম ওভারে স্রেফ ২ রান করতে পারে তারা। পরের ওভারে আর্শদিপকে চারটি চার হাঁকিয়ে ডানা মেলে দেন মেয়ার্স। লোকেশ রাহুল (১২) বেশিক্ষণ পারেননি টিকতে। 


কাগিসো রাবাদাকে চার মেরে রানের খাতা খোলেন বাদোনি। ২০ বলে ফিফটি করে ষষ্ঠ ওভারে বিদায় নেন মেয়ার্স। ২ উইকেটে ৭৪ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে লক্ষ্ণৌ। 


এরপর বাদোনি ও স্টয়নিসের ব্যাটে বাড়ে লক্ষ্ণৌর রান। দুজনে গড়েন ৪৭ বলে ৮৯ রানের জুটি। বাদোনির বিদায়ের পর পুরান নেমে তাণ্ডব চালান। স্টয়নিসের সঙ্গে তার জুটিতে ৭৬ রান আসে স্রেফ ৩০ বলে। 


৩১ বলে ফিফটি করা স্টয়নিস ফেরেন তার আইপিএলের ক্যারিয়ারের সর্বোচ্চ রান করে। শেষ ওভারে ফেরেন পুরানও। শেষ ৫ ওভারে ৭৩ রান তোলে লক্ষ্ণৌ। 


পাঞ্জাবের হয়ে লড়াকু হাফসেঞ্চুরি করেন অথর্ব টাইডে। ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করা অথর্ব শেষমেশ ৩৬ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া সিকান্দর রাজা ৩৬, লিয়াম লিভিংস্টোন ২৩, স্যাম কারান ২১ ও জিতেশ শর্মা ২৪ রান করেন। মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক শিখর ধাওয়ান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023