|
Date: 2023-04-29 12:51:15 |
মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর উপহার ভুমিহীনদেন দেওয়া ঘর গত বৃহস্পতিবার কাল বৈশাখীর ঝড়ে প্রায় ৪/৫ টি ঘর লন্ডভন্ড করে দিয়েছে। পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের দুধলীচর গ্রামে আশ্রয়ন প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী এ সব ঘর নির্মান করে অসহায় ভূমীহীনদের বসবাস করার উপযোগী করে দেন।সরেজমিনে গতকাল বিকালে দুধলীচর গ্রামে আশ্রয়হীন মানুষ গুলো সাংবাদিদের পেয়ে আবেগ আল্পুত হয়ে পড়ে।
এ সময় বসাবসকারী সাজু শেখ, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার নামে একাধিক ব্যক্তি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখীর ঝড় এসে পায় ১০ টির মত ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। শুধু তাই নয় কিছু ঘর দুমড়ে মুচড়ে গেছে। এখন এ ঘর গুলো জরুরী সংষ্কার করা খুবই জরুরী ।
খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান,গতকাল উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সংস্কারের জন্য আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক জানান, ২০২১ সালে আশ্বয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়। কালবৈশাখী ঝড়ে কারনে ৪/৫ টি ঘরে ক্ষতি হয়েছে। সংস্কারে জন্য ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আমি ঢাকাতে আছি এলাকায় আসার পর সংস্কারের ব্যবস্থা করা নেওয়া হবে।ড়
© Deshchitro 2024