|
Date: 2023-04-29 16:45:36 |
চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপ্টনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) হোসেন আলী জানান, চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এবং আরও বেশ কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান লিপ্টনকে গ্রেফতার করা হয়েছে।
© Deshchitro 2024