শ্রমিক দিবস 
            মিতা পোদ্দার

আমি খেটে খাওয়া মানুষ
      শ্রমিক আমার নাম,
রোদে পুরে বৃষ্টিতে ভিজে
  ঝরাই দেহের ঘাম।

ইটের ইমারতে সুখের বাস
  আমার হাতেই  গড়া,
রাজ প্রাসাদে সুসজ্জিত
  সুন্দর এই ধরা।

কলের চাকা নিত্য ঘুরাই
  কখনো মাথায়  বস্তা,
আমার মূল্য সারাটি জীবন
    তবু্ও  থাকে সস্তা।

হাড় ভাঙ্গা শ্রমের শেষে
বিশ্রামটুকু চাই,
ইটের ভাটায় দেহ মনে
শান্তি  খুঁজে পাই।

ন্যায্য দাবী হয়না পূরণ,
আজও হেলায় রই
মে দিবস আসলেই  শুধু
   কষ্টের কথা কই।

আন্তজার্তিক  শ্রমিক দিবস
   পহেলা মে তে হয়,
আমি শ্রমিক, এবার নিশ্চয়ই
আমার হবে জয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024