|
Date: 2023-04-29 22:35:06 |
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু- পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ জামাল মিয়া( ৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো ১০ জন।
নিহত সৈয়দ জামাল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। গুলিতে নিহতের পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। শুক্রবার রাত ৯ টায় সৈয়দপুর ঈশানকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ গুরুতর আহত সৈয়দ আনহাই মিয়া (৬০) সৈয়দ আমিন মিয়া (৫২) সৈয়দ হোসাইন মিয়া( ৩৪)শিপু মিয়া (৩০) সেলুমিয়া (৫৫) ও আহত সৈয়দ নাহিদ আহমদ (২০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সংঘর্ষে গুলিবিদ্ধ জামাল মিয়াকে আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষনা করেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত হলেও অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
নিহত জামাল মিয়ার ময়না তদন্ত শেষে আজ শনিবার বিকেল চারটায় সৈয়দপুর গ্রামে মরদেহ এসে পৌছলে নিহতের বাবা, মা,ভাই বোন,এবং স্বজনদের বুক ফাটা করুন আহাজারিতে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
স্হানীয় সূত্রে জানা যায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ঈশানকোনা গ্রামের সৈয়দ আনহাই মিয়ার ছেলে সৈয়দ হোসাইন মিয়ার সাথে একই গ্রামের সৈয়দ হুসবান নূরের শুক্রবার সন্ধ্যা রাতে সৈয়দপুর বাজারে বাক বিতন্ডার ঘটনা ঘটে। এর জের ধরে রাত ৯ টায় দু- পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর জানান, অপরাধীদের বিরোদ্ধে কঠোর ব্যাবস্হা নেয়া হবে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানূর রহমান জানান, ঘটনা স্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
© Deshchitro 2024