|
Date: 2023-04-30 14:08:21 |
কুষ্টিয়ায় ঝড়ে তান্ডবে ঘরবাড়িসহ গাছপালা ভেঙেছে প্রায় অর্ধশত।
গত ২৯/০৪/২০২৩ শনিবার বিকাল থেকে শুরু হয় প্রচন্ড গতির ঝড়সহ শিলাবৃষ্টি, এতে কুমারখালিসহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও প্রচুর গাছপালা ভেঙে পড়ে,
স্থানীয়রা জানান এমন গতির ঝড় আমরা এর আগে কখন দেখিনি এ ঝড়ে মাঠের ধান,পাট,
ভুট্টা সব শেষ,কৃষকেরা বলেন আমাদের জমিতে যে ধান এসময় চাষ হয় তা দিয়ে আমরা প্রায় ৮ মাস খেতে পারি,কিন্তু ঝড়ের কারনে যে ধান মাটিতে শুয়ে পরেছে তা দিয়ে আর কিছুই হবে না,
শুধু গুরুর খাওয়ার উপযুক্ত আবার কোন মানুষকে দিয়ে সেটা কাটাবো তাও কেউ কাটতে চাইবে না নিজেদেরি কাটা লাগবে,
তবে ঝড়ের কারনে যে পরিমানের গরম ছিল সেটা দূর হয়েছে, আলহামদুলিল্লাহ।
© Deshchitro 2024