|
Date: 2023-04-30 21:14:07 |
ব্যাটারী চালিত অটোতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ কুড়িগ্রাম ।
রোববার ( ৩০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে
কুড়িগ্রাম-চিলমারী সড়কের ক্যাতারমোড় এলাকায় দুটি ব্যাটারী চালিত অটোর পা রাখার স্থানে অভিনব কায়দায় লোহার পাতের নিচে ফিটিং করা অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার ও অটো দুইটি জব্দ করে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।
ডিবির ওসি আশিকুর রহমান ( পিপিএম) জানান,এসব মাদক কারবারি এতোটাই কুবুদ্ধিসম্পন্ন যে, তারা অটোর প্লেটের নিচে এমন ভাবে মাটি দিয়ে গাঁজা লুকিয়েছে, যাতে কোন গন্ধ বের নাহয় । তবে শত চেষ্টা করেও তারা পুলিশের চোখ ফাকি দিতে পারেনি।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম থানা এলাকা থেকে ২৪ কেজি গাজা ও দুটি অটো উদ্ধার করে।এই ঘটনার সাথে যেই জড়িত থাকুকনা কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।
© Deshchitro 2024