রংপুরের পীরগাছায় ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকেলে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মাঠে ২৪জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ২লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। 

পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে ও পীরগাছা রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পবিত্রঝাড় মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুজ্জাহের, চন্ডিপুর সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, ভরসা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন, কান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জ্যেষ্ঠ সাংবাদিক এম খোরশেদ আলম, ইউপি সদস্য আব্দুল আখের। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, অভিভাবক, শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোস্তাফিজার রহমান রেজা তার বক্তব্যে বলেন, তার মা-বাবার নামানুসারে ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের ২০২২ সালে প্রতিষ্ঠা করেন। প্রতি বছরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড এ ফাউন্ডেশন থেকে পরিচালিত হবে বলে জানান তিনি।      


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024