মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফসল উৎপাদনে এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) শ্রীমঙ্গলের কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি,  উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর প্রমুখ। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাসুকুর রহমান প্রমুখ। দিনব্যাপি আয়োজিত কৃষকদের প্রশিক্ষন কর্মশালায় উপজেলার মির্জাপুর ও ভূনবীর ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024