রোববার থেকে শুরু হওয়া সারা বাংলাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় এসএসসি ,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে  । তবে  সেনবাগের  ৭টি কেন্দ্রে প্রথমদিনে  অনুস্থিত ছিলো ১০২জন । এরমধ্যে দাখিল পরীক্ষা সেনবাগ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে সর্বাধিক অনুস্থিত ছিলো ৩৮জন। অন্যান্য কেন্দ্রে মধ্যে কেন্দ্র নং—১ সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে —৮জন, কেন্দ্র নং—২ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়—২১জন, কেন্দ্র ন—ং৩ বীজবাগ নবকৃঞ্চ উচ্চ বিদ্যালয়—১৩জন, কেন্দ্র নং—৪ মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়—৭জন, কেন্দ্র নং—৫ গাজীরহাট উচ্চ বিদ্যালয়—৯জন, কানকিনহাট ফাযিল মাদরাসা কেন্দ্রে ৯জন ও ভোকেশনাল এমএ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯জন সহ সর্বমোটর ১০২ জন শিক্ষাথী অনুাস্থিত ছিলো।কেন্দ্র গুলি পরিদর্শন করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার  সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024