নোয়াখালীর সেনবাগ থানা কর্তৃক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  রোববার (৩০ এপ্রিল ) নোয়াখালীর সেনবাগ থানার এসআই মিথুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স সহ সেনবাগ থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিকালে শনিবার  রাত অনুঃ ০২.০৫ ঘটিকায় সেনবাগ পৌরসভাধীন বাবুপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানাধীন কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর সাকিনস্থ সোবহান সাহেবের বাড়ির উত্তর পার্শ্বে পরিত্যক্ত বোর্ড অফিস সংলগ্ন ঝোঁপের মধ্যে স্থানীয় লোকজন ও পথচারীদের উপস্থিতিতে বর্ণিতস্থানে অভিযান পরিচালনা করে তথায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত নিম্নলিখিত আলামতগুলো উদ্ধারপূর্বক একইদিন রাত অনুঃ ০২.৩০ ঘটিকায় জব্দ করে হেফাজতে নেয়া হয়।


জব্দকৃত দেশীয় অস্ত্র গুলো হলো-১। কাঠের লাঠি ০৪ (চার)টি, যার প্রতিটি লম্বা অনুঃ ৩০ ইঞ্চি।

২। স্টিলের এসএস পাইপ ২(দুই)টি, একটি লম্বা অনুঃ ২১ ইঞ্চি ও অপরটি ৩২ ইঞ্চি।

৩। একপাশে ধারালো কিরিচ ০৩( তিন )টি, যাহার প্রতিটি লম্বা অনুঃ ৩০ ইঞ্চি।

৪। বিভিন্ন সাইজের ০৭ (সাত) টি ছোরা।

৫। ০২(দুই)টি চাপাতি, যাহা লম্বা অনুঃ প্রতিটি ১৫ ইঞ্চি ও

৬। দেশীয় পদ্ধতিতে লোহার পাইপ ও সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তৈরীকৃত কুঠার ০২( দুই)টি, যার প্রতিটি লম্বা অনুঃ ২০ ইঞ্চি।


সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, সেনবাগ থানার জিডি নং ১২১৪  তারিখঃ ২৯/০৪/২০২৩ ইং মূলে অস্ত্র উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024