পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের  নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাবসায় প্রশাসন   বিভাগের  অধ্যাপক ড. মোঃ আমিরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় প্রশাসন  বিভাগের অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম- কে  ০১ মে  ২০২৩ইং তারিখ পূর্বাহ   হতে  কার্যকর করে  বিশ্ববিদ্যালয়ের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ডিন এর দায়িত্ব প্রদান করা হলো। বিশ্ববিদ্যালয় এর ডিনের  দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম-অনুযায়ী দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন।


উল্লেখ্য,তিনি অত্র অনুষদের ডিন, ব্যবসায় প্রসাসন বিভাগের চেয়ারম্যান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং   তিনি  রাজশাহী বোর্ডের অধীিন এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে ৬ষ্ঠ ও ৪র্থ স্থান অধিকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা থেকে বিবিএ ও এম বি এ ডিগ্রি অর্জন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024