◾ স্পোর্টস ডেস্ক


সাকিব আল হাসান টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই এশিয়া কাপের জন্য সাব্বির রহমানকে জাতীয় দলে ডাকেন। সাব্বির রহমান টাইগারদের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজেও তেমন ভালো ইনিংস উপহার দিতে পারেননি। 


গত ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষেও টি-টোয়েন্টির জন্য দলে জায়গা পাননি এই হার্ড হিটার। কিন্ত এশিয়া কাপের একাদশে দেখা যাবে তাকে। এশিয়া কাপে সাব্বির রহমানের জন্য এক মাইলফলক অপেক্ষা করছে।


টি-টোয়েন্টি সংস্করনে লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে সাব্বির রহমানের অভিষেক হয়েছে ২০১৪ সালে। এরপর থেকে এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন। এই ৪৪ ম্যাচের স্ট্রাইকরেটই বলে দেয় ২০ ওভারের ক্রিকেটের জন্য সাব্বিরের প্রয়োজনীয়তা। ৪৪ ম্যাচে গড়ে প্রায় ২৫ রান করে তুললেও তার স্ট্রাইকরেট ছিল প্রায় ১২১। যা যে কোনো ব্যাটারের জন্যই ইতিবাচক দিক। কোনো সেঞ্চুরি পাননি। হাফসেঞ্চুরির সংখ্যাও কমই। ৪৪ ম্যাচে মাত্র চারবার হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে তার মোট রান ৯৪৬। 


হাজারা রানের মাইলফলকে পৌঁছাতে সাব্বিরের প্রয়োজন মাত্র ৫৪ রান। যা এই এশিয়া কাপে অর্জন করার সর্বোচ্চ সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে সপ্তম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকে পা রাখবেন তিনি। 


সাব্বিরের আগে হাজার রান করা ছয় ব্যাটারের মধ্যে শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর পর্যায়ক্রমে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটন দাস। এদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান দুই জনই ২ হাজার রানের মাইলফলক জয় করেছেন।


অপরদিকে, টি-টোয়েন্টিতে শত উইকেটের মাইলফলক জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশের বিস্ময় কাটার মাস্টার মোস্তফিজুর রহমান। বর্তমানে মোস্তাফিজের ঝুলিতে আছে ৯১ উইকেট। এশিয়া কাপের গ্রুপ পর্বে টাইগাররা খেলবে মাত্র দুইটি ম্যাচ। দুই ম্যাচে নয় উইকেট অনেকটাই কষ্টসাধ্য। তবে কাটার মাস্টার তার পুরনো জাদুর প্রয়োগ করতে পারলে অসম্ভব কিছু নয়। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সংস্করণের একজন বোলারই শত উইকেটের মাইলফলক জয় করেছেন। তিনি আর কেউ নন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর মিরপুরে এই রেকর্ড গড়েন তিনি। ১০০ উইকেট নিতে সাকিব আল হাসানের খেলতে হয়েছে ৮৪ ম্যাচ।


এদিকে মোস্তাফিজুর রহমান জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৬৯ ম্যাচ। আগামী দুই কিংবা তিন ম্যাচেও নয় উইকেট নিতে পারলে সাকিব আল হাসানের চেয়েও দ্রুত শততম উইকেটের রেকর্ড গড়বেন তিনি। আগামী দুই তিন ম্যাচে মোস্তাফিজ এই লক্ষ্য পূরণ করতে পারলে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় বোলার হবেন তিনি। 


কেননা মাত্র ৫৩ ম্যাচেই ১০০ উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছেন রশিদ খান। এরপর ৭৬ ম্যাচে ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লাসিথ মালিঙ্গা। তৃতীয় স্থানে সাকিব আল হাসান। তার বর্তমান উইকেট সংখ্যা ১২১। সাকিবের সমান ম্যাচে ১০০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024