শেরপুরের ঝিনাইগাতীতে অটো টেম্পু অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির আয়োজনে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মে সোমবার সকাল ১১ টায় স্থানীয় রাজমনি হোটেল চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, নলকুরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ছাত্রলীগ নেতা মশিউর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। আলোচনা সভা শেষে এক র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024