সুন্দরগঞ্জে ঘগেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন মোঃ সিরাজুল ইসলাম। 


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিগত কয়েকদিন ধরে ঘগেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য সুন্দরগঞ্জে আলোচিত ছিলো বিদ্যালয়টি। 

মাধ্যমিক শিক্ষা অফিস ও বিভিন্ন সূত্রের খবরে জানা যায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম আঃ সামাদ খোকা। গত ২৫ মার্চ ২০২৩ তারিখে তিনি মারা যাওয়ায় সভাপতি পদটি খালি হয়। এর পরই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করতে প্রধান শিক্ষক ও স্থানীয়রা দুটি গ্রুপে ভাগ হয়ে যায়। ফলে ম্যানেজিং কমিটি গঠনের পথ বিভিন্নভাবে প্রভাবিত হতে থাকে। দুই গ্রুপই শিক্ষা বোর্ডে চিঠি চালাচালির এক পর্যায়ে শিক্ষা বোর্ডের চিঠির প্রেক্ষিতে গত ৩০/০৪/২০২৩ তারিখে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল ও একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেনের উপস্থিতিতে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। ০৩ জন অভিভাবক সদস্য ও ০২ জন শিক্ষক প্রতিনিধি সরাসরি সিরাজুল ইসলামকে সমর্থন দিলে সিরাজুল ইসলাম কে সভাপতি ঘোষণা করে রেজুলেশন প্রস্তুত করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল। 

শিক্ষানুরাগী ব্যাক্তি হিসেবে সিরাজুল ইসলাম ব্যাপক পরিচিত। ১৯৯৪ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। সিরাজুল ইসলামের হাত ধরেই বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন সাধিত হবে বলে প্রত্যাশা তাদের।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024