ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসী হামলায় জোড়া খুন হওয়া শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান আঃ রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার  (১ মে) সকালে উপজেলার জগাইরহাট বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ রিগানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাবেক ভাইস চেয়ারম্যান বাবু চন্দ্র শেখর হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শাহিন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ দেলোয়ার, আ: সবুর হাওলাদার, নাসির উদ্দিন মৃধা, নুর আলম, নিহত বেলায়ত হোসেনের স্ত্রী শিউলি বেগম ও নিহত আ: রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন প্রমূখ।

বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে নৃশংস এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। সভা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাত ৮ টার দিকে রাজাপুর উপজেলার জগাইরহাট এলাকায় বাড়ি যাবার পথে দুবৃত্তদের হামলায় নিহত হন শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আ: রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন ৷ 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024