◾ নিউজ ডেস্ক


গুমের অভিযোগের ব্যাপারে জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত করার দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন থেকে এই দাবি জানান। 


তিনি বলেন, ‘আমরা দাবি করছি, ঘোষণা করছি--জাতিসংঘের অধীনে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় ওই সমস্ত সরকারপ্রধান যাদের অধীনে গুম করেছে, তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে।’     


মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকার ঔদ্ধত্য প্রকাশ করার জন্য কী করেছে। অভিযুক্ত একজন পুলিশ অফিসার তিন দিনের একটা ভিসা নিয়ে জাতিসংঘের প্রোগ্রামে গিয়েছে। এবং প্রচার করছে কী? জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাইকমিশনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো কথাই বলেননি। ডাহা মিথ্যা কথা। আপানারা জনগণকে প্রতারিত করছেন। অবশ্যই জাতিসংঘের মানবাধিকার প্রধান পরিষ্কার ভাষায় বলে গেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গুমের অভিযোগ আছে। তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’ 


কিছুদিন আগে বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উত্থাপন করে তাতে তিনি মানবাধিকার লঙ্ঘন ও গুমের ব্যাপারে তদন্ত করার কথা বলেছেন বলে উল্লেখ করেন। 


তিনি দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ গুম হওয়াদের পরিবারের সবার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের এই আর্তনাদ এই আহাজারি কতদিন পর্যন্ত চলবে।‘


মির্জা ফখরুল সারা দেশে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024