◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার আপ্লিকেশন। যা ব্যবহার করে বর্তমানে বিশ্বের অধিকাংশ লোক কল করা, ছবি তোলা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ক্যালেন্ডার দেখা, মোবাইল গেম খেলাসহ বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে।


কিছু অ্যাপ মোবাইল ডিভাইসে আগে থেকেই ইনস্টল করা থাকে। আবার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু অ্যাপ গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হয়। তবে এক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। না হলে ঘটতে পারে বিপদ।


গুগল প্লেস্টোর থেকে ম্যালওয়্যার বহনকারী অ্যাপগুলো ইনস্টল করলে তা ফোনে কৌশলে লুকিয়ে থাকে। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজে তা মুছে ফেলতে পারে না। এই অ্যাপগুলোর লিংক সরাসরি ম্যালওয়্যারের সঙ্গে যুক্ত থাকে। সাইবার সিকিউরিটি টেকনোলজি কোম্পানি বিটডিফেন্ডার এরকম ৩৫টি অ্যাপের একটি তালিকাও প্রকাশ করেছে, যা প্রায় দুই মিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ডাউনলোড করেছেন।


সাইবার সিকিউরিটি গবেষকরা জানিয়েছেন, অ্যাপগুলো ডাউনলোড করার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ করা হয়। এমন অ্যাপের মধ্যে রয়েছে-- জিপিএস লোকেশন ম্যাপ, পার্সোনালিটি চার্জিং শো, ইমেজ ওয়্যার্প ক্যামেরা এবং অ্যানিমেটেড স্টিকার ফাইন্ডার ইত্যাদি। 


প্রতিটি অ্যাপই একক ডেভেলপারের প্রকাশ করা একমাত্র অ্যাপ হিসেবে গুগল প্লেস্টোরে নিবন্ধিত। ই-মেইল অ্যাড্রেস এবং ওয়েবসাইট একই থাকার কারণে সবগুলো অ্যাপই একজন ব্যক্তির অথবা গ্রুপের তৈরি করা হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।


এ ধরনের কোনো অ্যাপ ডাউনলোড করে থাকলে তা ফোন থেকে ডিলিট করার পরামর্শ দেওয়া হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024