|
Date: 2023-05-02 11:16:32 |
আজ এমন এক মহান মানুষের জন্মদিন যার তুলনা,প্রশংসা,সুনাম,তার কর্মের গুণগান করার জন্যে অভিধানের শব্দমালা যথেষ্ট হবেনা। তিনি মানবতাবাদী,মানবতার মহান সেবক,তিনি মানবতাবাদীদের লিডার,সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল,হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি,রক্তমানব,প্রকৃতি প্রিয় সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার সৈনিক নামেই জনপ্রিয়।
যশোরের বাঘারপাড়া উপজেলার অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আমি নই আমরাই সেবা সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সহ- সাধারণ সম্পাদক পরিমল বিশ্বাস’র জন্মদিনে জানাই জম্মদিনের শুভেচ্ছা ও রক্তিম ভালবাসা। হাজারো বছর বেঁচে থাকুন মানবতার সেবায়। নিজেকে মানবসেবায় নিয়োজিত রাখুন আজীবন। আপনার ভালবাসায় অভিভূত, সেই ভালবাসা চলতে থাকুক অবিরামভাবে। আপনার জন্য সবসময় শুভ কামনা থাকবে। নিজের লক্ষ্যে এগিয়ে যান,সফলতা আসুক জীবনে। আপনার সার্বিক সুস্থতা কামনা করি,দোয়া রইল।
© Deshchitro 2024