উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ, উপস্থিত ছিলেন গাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ চৌধুরী, হাজী শওকত হোসেন, হাজী মোহর আলী,গাজীপুর মহানগর তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সারোয়ার শিকদার রাব্বী,গাছা থানা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়া,৩৮ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলাম এনামুল, আওয়ামী লীগ নেতা বদরুল আলম লিটন,হাজি আব্দুল লতিফ, মোশাররফ হোসেন অরুণ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নেতারা বলেন, গাজীপুরে আওয়ামী লীগের হাত কে আরো শক্তিশালী করার জন্য সকল কে এক হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। কোন প্রকার হিংসা বিদ্বেষ না করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কে বিজয়ী করার লক্ষ্যে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ। 


উপস্থিতি নেতাদের বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লাহর পাশে থেকে একসাথে হাতে হাত রেখে যেন সকলেই নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনা করে, এবং কর্মীদেরকে সকল প্রকার বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকার অনুরোধ জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024