|
Date: 2023-05-02 18:14:21 |
কক্সবাজারের কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা লাল গাড়ি খাদে পড়ে চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকাল ৯টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের সিদ্দিক হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ইয়াসিন নামে এক হেলপারও।
নিহত চালক গোলাম মোহাম্মদ (৩২) কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ জমিরের ছেলে।
পারিবার ও স্থানীয় ইউপি সদস্য শফি আলম জানান, সকাল ৯টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটের বেড়িবাঁধে দিয়ে সিদ্দিক হাজীর পাড়ায় পৌঁছলে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়িবাঁধের পাশে একটি খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক ও হেলপার। পরে, স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে গোলাম মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার ইয়াসিনকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে ।
© Deshchitro 2024