|
Date: 2023-05-02 18:32:56 |
নোয়াখালীর চাটখিলে স্বনামধন্য চিকিৎসক আবু ইব্রাহিম অপুর বাসায় চুরির ঘটনা ঘটেছে।
তিনি এই ঘটনা নিশ্চিত করে জানান, চাটখিল সরকারী হাসপাতালে চাকুরির সুবাধে তিনি তার পরিবার ও শাশুড়ি সহ উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সাত্রাপাড়া গ্রামে তার শশুরদের বিল্ডিংয়ে বসবাস করতেন।
সম্প্রতি তিনি ঢাকাতে বদলি হন তাই তার স্ত্রী সহ বাচ্ছাদের ঢাকাতে ঈদ করতে নিয়ে যান। এদিকে তার শাশুড়ি তার আরেক মেয়ের অসুস্থতায় তাদের বাড়িতে গেলে রোববার রাতে সেই বাড়ির দরজার তালা ভেংগে স্বর্ণালংকার নগদ টাকা সহ প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় তার শাশুড়ি মায়া বেগম সোমবার রাতে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
© Deshchitro 2024