শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ২ মে ২০২৩ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহার সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নেয়, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ কমিটির অন্যান্য সদস্যগণ। সভায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিসহ স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা শেষে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কেটে এর উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি হাসপাতাল চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024