|
Date: 2022-08-30 13:14:36 |
শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের গণিত বিষয়ক ও পাঠদান পরিচালনার উপর ৫ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগীতায় ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণপূর্ব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশীথ বরন রায় প্রমুখ।
প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২ জন গণিত শিক্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বলে আয়োজক সুত্রে জানা যায়।
© Deshchitro 2024