|
Date: 2023-05-02 23:13:41 |
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেের আওতাধীন নদীর তীর সংরক্ষণ প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
মঙ্গলবার দুপুরে উপজেলার পানি উন্নয়ন বাঙ্গালী নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে কালিতলা গ্রোয়েন বাঁধে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
মত বিনিময়কালে সচিব নাজমুল আহসান বলেন, উত্তরাঞ্চলে নদী ভাঙনরােধে সরকারের ব্যাপক পরিকল্পনা আছে। ইতোমধ্যে সরকার নদী ভাঙনরােধে ৪৫ কিলোমিটার রির্ভাটমেন্টের কাজ করছেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইযুব আলী তরফদার এবং বগুড়ার তত্ত্বাধায়ক প্রকৌশলী মো: আরিফুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন একান্ত সচিব শাহজাহান আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি)মো: রমজান আলী, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী আছাদুল হক, সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।
© Deshchitro 2024