সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে এসএসসি ও সমমান পরীক্ষা ২য় দিনে যথারীতি সকাল ১০ টায় আরম্ভ হয়। 


মঙ্গলবার (০২ মে ) এসএসসি ও সমমান পরীক্ষা সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে ২য় দিনে যথারীতি সকাল ১০ টায় আরম্ভ হয়েছে। 


সেনবাগ উপজেলার পরীক্ষা কেন্দ্রের ভেন্যু গুলোর মধ্যে কানকিরহাট ফাজিল মাদ্রাসা ভেন্যু পরিদর্শন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। 


এসময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবের প্রতি যথাযথ দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে কক্ষ পরিদর্শক, কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাঁদের দায়িত্ব পালন করলে পরীক্ষা সুষ্ঠু ভাবে সমাপ্ত করার পরিবেশ সৃষ্টি হবে এবং সকলকে যথাযথ দায়িত্ব পালন করে যাওয়ার  অনুরোধ করেন । তিনি  পরীক্ষা কেন্দ্রের বাহিরে ও পরীক্ষা হলের সার্বিক ব্যবস্থার প্রশংসা করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024