|
Date: 2023-05-03 14:52:21 |
রুশ আদালত জানিয়েছে, এক জার্মান নাগরিক এলজিবিটি প্রচার করে অপরাধ করেছে। এর জন্য তাকে জরিমানা দিয়ে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার আদালত জানিয়েছে, ওই জার্মান নাগরিক প্রথা বহির্ভূত যৌন সম্পর্ক নিয়ে প্রচার করেছিলেন। তাই তাকে রাশিয়া থেকে জার্মানিতে পাঠিয়ে দেয়া হবে।
তবে তার আগে জার্মান নাগরিককে দেড় লক্ষ রুবল বা এক হাজার সাতশ ইউরো জরিমানা দিতে হবে। অভিযুক্ত জার্মান আদালতে তার দোষ স্বীকার করে নিয়েছে বলে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে। তবে ওই জার্মান নাগরিক কীভাবে অপ্রচলিত যৌন সম্পর্ক নিয়ে প্রচার করেছিল তা স্পষ্ট নয়।
স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি তার হোটেলের ঘরে একজন ২৫ বছর বয়সী রুশকে ডেকে যৌন সম্পর্কের প্রস্তাব দেয়। আদালত এই রায় দিয়েছিল এপ্রিলে। মঙ্গলবার (২ মে) আদালতের তরফে তাকে মস্কোর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। এবার ওই ব্যক্তি তুরস্ক হয়ে জার্মানিতে যাবেন।
এলজিবিটি মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার। রাশিয়ায় বলা হয়, প্রথা বহির্ভূত যৌনতা। রাশিয়ার আইন অনুযায়ী, এই যৌনতা নিয়ে কোনো প্রচার, বিজ্ঞাপন, বই, সিনেমা সব নিষিদ্ধ। এই আইন প্রয়োগ করে রাশিয়ায় এলজিবিটি এর পক্ষে সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছিল।
© Deshchitro 2024