|
Date: 2023-05-03 20:21:10 |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আলামিন সভাপতি ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রকি হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সংগঠনটির প্রধান উপদেষ্টা অমিত কুমার বসু আগামী এক বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন করেন। পাশাপাশি আগামী এক (০১) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেন।
সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আলমিম চাকলাদার প্রান্ত ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত*র সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
‘এসো মিলি প্রাণের টানে’ স্লোগানে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যশোর জেলার শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক যাবতীয় সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
© Deshchitro 2024